অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল ডাউনলোড লিংক ২০২4 – PDF

তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ এ ফলাফল অনুসন্ধান করছো? তুমি যদি সিজিপিএ ফলাফল অনুসন্ধান করে থাকো তবে তুমি এই পোস্ট পড়তে পারো। আজ ৫ জুন ২০২২ জাতীয় বিশ্ববিদ্যালয় ৪র্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট প্রকাশ করলো।  আমরা এখানে বর্ননা করেছিলাম কবে অনার্স ৪র্থ বর্থ সিজিপিএ ফলাফল প্রকাশ করবে এবং কিভাবে তুমি সিজিপিএ ফলাফল পাবে ৷ তাছাড়া তুমি আমাদের এই নিবন্ধ অনুসরণ করবে বুঝতে পারবে কিভাবে সিজিপিএ ফলাফল বের করতে হয়। নিচে সব ধরনের খুটিনাটি তুলে ধরেছি

সিজিপিএ ফলাফল হলো ৪ বছরের গড় ফলাফল, সিজিপিএ ফলাফল এ উল্লেখ থাকবে তুমি মোট কত পয়েন্ট পেয়েছো। সুতরাং সিজিপিএ ফলাফল তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি তুমি বুঝতে পারছো। তুমি নিশ্চয় জানো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ ফাইনাল পরিক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফাইনাল পরিক্ষার ফলাফল প্রদানের ৭ দিনের মধ্যে ৪ বছরের গড় ফলাফল প্রকাশ করে থাকে। এবং সেই সাথে ৪র্থ বর্ষ পরিক্ষার সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজে প্রেরণ করে থাকে।

৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল লিংক www.nubd.info/results

জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ১ জুন অথবা ২ জুনের মধ্যে অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল প্রকাশ করবে। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনার সিজিপিএ ফলাফল পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা জানেন না কিভাবে সিজিপিএ ফলাফল বের করতে হয়? সুতরাং, আপনি সিজিপিএ ফলাফল বের করতে না পারলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আজ আমরা আপনাদের জন্য অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল বের করার ওয়েবসাইট লিংক। তাছাড়া, আপনি আমাদের দেয়া ধাপ গুলো অনুসরণ করে নিজে নিজেই সিজিপিএ ফলাফল বের করতে পারবেন।

কিভাবে ৪র্থ বর্ষ সিজিপিএ রেজাল্ট বের করবো? কবে সিজিপিএ রেজাল্ট দিবে? সিজিপিএ রেজাল্ট বের করার পদ্ধতি ধাপে ধাপের দেখুন এখানে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.nubd/info/results ভিজিট করুন
  • আপনার রোল নাম্বার প্রদান করুন
  • আপনার রেজিষ্ট্রেশন নম্বর প্রদান করুন
  • অনার্স ৪র্থ বর্ষ সিলেক্ট করুন

অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল লিংক ২০২২

এবার ফলাফল ঘরে চাপ দিলেই আপনি আপনার ৪ বছরের গড় সিজিপিএ ফলাফল দেখতে পারবেন খুব সহজেই।

অনার্স ৪র্থ বর্ষ সিজিপিএ পিডিএফ বের করার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৪র্থ বর্ষ সিজিপিএ ফলাফল বের করার ২টি পদ্ধতি রয়েছে। আজ আমরা এখানে সিজিপিএ ফলাফল বের করার ২টি পদ্ধতি তুলে ধরেছি। তুমি আমাদের দেয়া পদ্ধতি অনুসরণ করে তোমার ৪র্থ বর্ষ সিজিপিএ বের করতে পারবে।

১।১ম পদ্ধতিঃ আপনার প্রতিটি কোর্সের প্রাপ্ত জিপিএকে উক্ত কোর্সের ক্রেডিট দিয়ে গুণ করতে হবে। এবং  সবগুলো কোর্সের gpa×credit এর সমষ্টিকে মোট ক্রেডিট দ্বারা ভাগ করলেই পেয়ে যাবেন সিজিপিএ ফলাফল।

২। ২য় পদ্ধতিঃ প্রতি বর্ষের জিপিএকে প্রত্যেক বর্ষের মোট ক্রেডিট দিয়ে গুণ করবেন। তারপর চার বছরের year gpa× total year credit এর সমষ্টিকে আপনার সাবজেক্টের মোট ক্রেডিট দিয়ে ভাগ করবেন তাহলে আপনি আপনার সিজিপিএ ফলাফল পাবেন।
যেমনঃ (৩.০৮×২৪+২.৯২×২৮+২.৭৫×৩২+৩.১৩×৪০) ÷১২৪= ২.৯৮ প্রায়

অনার্স ৪র্থ বর্ষ সার্টিফিকেট ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ফলাফল প্রকাশিত হয়েছে ২৫ মে ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফাইনাল ফলাফল প্রদানের ৭ দিনের মধ্যে সিজিপিএ ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ফলাফল প্রদানের ১ মাসের মধ্যে ৪ বছরের গড় ফলাফলের সার্টিফিকেট প্রদান করে থাকে। সেহেতু, ফলাফল প্রদানের ১ মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার সার্টিফিকেট নিজ নিজ কলেজ প্রেরণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ সকল অনার্স কলেজে ফলাফল প্রকাশের ১ মাসর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট প্রেরণ করবে । সুতরাং, আপনি আপনার ৪ বছরের অর্জন কৃত ফলাফল এর সার্টিফিকেট নিজ নিজ কলেজ হতে সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ফলাফল প্রকাশিত হয়েছে। আপনি আপনার ফলাফল এর গড় সিজিপিএ আমাদের ওয়েবসাইট অনুসরণ করে খুব সহজেই এবং কম সময়ে বের করতে পারবেন।

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *