বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সাজেশন ২০২৪ – এডমিশন সাজেশন বাংলা ইংরেজি সাধারজ্ঞান

আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশিত করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আজ আমাদের ওয়েবসাইটে এডমিশন পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন গুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পাবলিক পরিক্ষার জন্য সাজেশন ও সিলেবাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ওয়েবসাইটে আজ আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সাজেশন ১০০% কমন শুধু পাবলিক পরিক্ষার জন্য নয় বিভিন্ন চাকরির পরিক্ষা জন্য সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। আজকের সাজেশনে অনলাইন হতে আপনি ঘরে বসেই বাংলা, ইংরেজি, সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সাজেশন ২০২৪

১. অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বইয়ের লেখক
ক।শওকত ওসমান
খ।শহীদুল্লাহ কায়সার
গ।জহির রায়হান
ঘ।আহমেদ ছফা
(ঘ)

২.He went home last night here “home” is –
A. Verb
B. Noun
C. Adverb
D. Adjective
(গ)

৩.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত কোথায়?

ক. দিনাজপুর
খ. পাবনা
গ. রংপুর
ঘ. পটুয়াখালী
(ঘ)

৪.রক্তে প্রোটিনের হার কত?

(ক) ৫০%
(খ) ৪৪%
(গ) ৬৬%
(ঘ) ৪৬%
(গ)

৫.সারেং বউ বইয়ের লেখক ☞
ক।শওকত ওসমান
খ।শহীদুল্লাহ কায়সার
গ।জহির রায়হান
ঘ।মুনীর চৌধুরী
(খ)

৬. বাংলাদেশের প্রথম পঞ্চবাষিকী পরিকল্পনা (First five Year Plan) এর মেয়াদ ছিল-
ক. ১৯৭২-১৯৯৭
খ. ১৯৭৩-১৯৭৮
গ.১৯৭৪-১৯৭৯
ঘ. ১৯৭৫-১৯৮০
(খ)

৭. জননী বইটির লেখক ?
ক।শওকত ওসমান
খ।শহীদুল্লাহ কায়সার
গ।জহির রায়হান
ঘ।মুনীর চৌধুরী
(ক)

৮. হাজার বছর ধরে বইয়ের লেখক ☞
ক।শওকত ওসমান
খ।শহীদুল্লাহ কায়সার
গ।জহির রায়হান
ঘ।মুনীর চৌধুরী
(গ)

৯. Many men and women aspire to __ presidency.
A. a
B. the
C. an
D. no article
(খ)

১০.বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা কতটি
ক.৩৭
খ.৪০
গ.৪১
ঘ.৪২
(ক)

মোট ধ্বনি ৩৭ টি। মৌলিক স্বরধ্বনি ৭ টি। যৌগিক স্বরধ্বনি ৩০ টি। আবার মোট বর্ণ ৫০ টি। স্বরবর্ণ ১১ টি। ব্যান্জন বর্ণ ৩৯ টি। পূর্ণ মাত্রা ৩২ টি। অর্ধমাত্রা ৮ টি। মাত্রাহীণ ১০ টি। ফলা ৬টি। কার ১০ টি।

১১.The doctor advised that he(——)rest for 3 days.
a.take
b.took
c.taken
d.takes
(ক)

১২.বীরাঙ্গনা কাব্য গ্রন্থে মোট কয়টি পত্র সংকলিত আছে?
ক. ৯টি
খ. ১১টি
গ. ১৩ টি
ঘ. ১০৪ টি
(খ)

১৩.বর্গীয় নাসিক্য ধ্বনি কয়টি
ক.৫
খ.৪
গ.৩
ঘ.২
(ক)

১৪.স্বাধীনতার পূর্বে বাংলার রাজধানী ঢাকা হয় কতো বার?
ক: ১ বার
খ: ৩ বার
গ: ২বার
ঘ: ৪ বার
(ঘ)

১৫.কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
ক.দ্বি-জাতি তত্ত্ব
খ.সামাজিক চেতনা
গ.অসাম্প্রদায়িকতা
ঘ.বাঙালি জাতীয়তাবাদ
(ক)

১৫.কোনটি সঠিক হবে? ব্যাখ্যা সহ
1 How to write essay?
2 How write to essay?
3 how write essay?
4 how essay to write?
(ক)

১৭.’ই গভর্নমেন্ট’ শব্দের আবিধানিক অর্থ কি?

ক. ডিজিটাল সরকার
খ. গণতান্ত্রিক সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. এক কেন্দ্রীয় ব্যবস্থা
(ক)

১৮.Everyone in the group shook hands with —-
A.one another
B.them selves
C.each one other
D.each other
(ঘ)

১৯. He went home last night here “home” is –
A. Verb
B. Noun
C. Adverb
D. Adjective
(গ)

২০. →She is very jealous ___ her sister

A)to B)of

C)from D)in
(খ)

২১. পনির এর সন্ধি বিচ্ছেদ?
ক.পনি + এর
খ.পন + ইর
গ.পনি + র
ঘ.পন +ই + র
(ক)

২২.ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

(ক) নিম্ন শ্রেণীর
(খ) অ্যালবুমিন
(গ) কেসিয়িন
(ঘ) বায়োটিন
(খ)

২৩. কোনটি ঠিক?

(ক) মহাশ্মাশান ( নাটক)
(খ) কাঁদো নদী কাঁদো (কাব্য)
(গ) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
(ঘ) বহিপীর (নাটক)
(ঘ)

২৪.১৪ ই এপ্রিল বাংলায়
(ক)পহেলা বৈশাখ
(খ)পহেলা চৈত্র
(গ)পহেলা ফাল্গুন
(ঘ)পহেলা বসন্ত
(ক)

২৫.’মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?

(ক) সমাপ্তি
(খ) দেনা-পাওনা
(গ) পোস্ট-মাস্টার
(ঘ) মধ্যবর্তিনী
(খ)

Diploma Nursing Question Solution 

২৬.১৯৫২ সালে ভাষা আন্দোলনে একজন রিক্সাচালক শহিদ হয়েছিলেন তার নাম➤
(ক)শহিদ শফিউর রহমান
(খ)শহিদ রফিক উদ্দিন
(গ)শহিদ আব্দুল আউয়াল
(ঘ) শহিদ আব্দুল জব্বার
(গ)

২৭.ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট উপাধি প্রদান করে☞
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ.১৯৭৬
(খ)

২৮.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস….

ক) দুর্গেশনন্দিনী
খ) আলালের ঘরের দুলাল
গ) নদী ও নারী
ঘ) বহিপীর
(খ)

২৯. “নদী ও নারী” উপন্যাসের রচয়িতা কে?
ক) কাজী আবদুল ওদুদ।
খ) রশীদ করিম।
গ) হুমায়ুন কবির।
ঘ) আবুল ফজল।
(গ)

৩০. মূল নেই কোন উদ্ভিদে?

(ক) ফণিমনসা
(খ) বীরুৎ
(গ) গুল্ম
(ঘ) সাইকাস
(ক)

National University Admission Circular 

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *